বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কলমাকান্দায় মাদকসহ দুই পাঁচারকারী আটক 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি  

কলমাকান্দায় মাদকসহ দুই পাঁচারকারী আটক 

নেত্রকোনার কলমাকান্দায় ফলের ক্যারেট করে ভারতীয় মদ পাঁচারকালে দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ জুন) উপজেলার কলমাকান্দা সদরের চিনাহালা মোড় এলাকায় ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়। 

আটকরা হলেন, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে আল আমিন (২৬) ও একই ইউনিয়নের গুল মহাজনের ছেলে ফরহাদ (২৮)।
 
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে ওসি আবুল কালামের নেতৃত্বে কলমাকান্দা সদরের চিনাহালা মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৪৪ বোতল মদসহ আল আমিন ও ফরহাদ নামে দুইজনকে আটক করা হয়। 

এসময় তাদের পাঁচার কাজে ব্যবহূত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, আটকরা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় মাদক পাঁচার করে আসছিল। 

এঘটনায় আটকদের নামে মামলা করে জেলা আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে। 

টিএইচ